ঢাকা: সাভারের বাইশমাইল এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার অবৈধ ওষুধ ও পোশাকসহ দুই জনকে আটক করেছে র্যাব।
অভিযানে আটককৃত দুই ব্যক্তি হলেন, তারেক হোসেন মিন্টু (৩২) ও হাবিবুর রহমান (৩৫)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বাইশমাইল এলাকার মহাসড়কে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এ তথ্য জানায় র্যাব।
র্যাব-৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার বাইশমাইল এলাকার মহাসড়কে একটি কাভার্ডভ্যানে অভিযান চালায় ৠাব। এ সময় ওই কাভার্ডভ্যানের ভেতর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ওষুধ ও পোশাকসহ তারেক হোসেন মিন্টু ও হাবিবুর রহমান নামে দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বাড়ি যশোর জেলায়। র্যাব জানায়, এ ঘটনার মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
মাসুদুর রহমান জানান, এগুলো ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রয়েছে ভায়াগ্রা গ্রুপের ৫৮ হাজারটি সেনেগ্রা, ২৬ হাজার চারশ’টি ম্যাকমলগ্রা, ৩৪ লাখটি সাইপ্রোহিপটাডিন, নয় লাখ ৮৮ হাজার নিমইসোলিড, দুই লাখ ৫৮ হাজার চারশ’টি ডিসোলোপ্রা-এম, ২৪ লাখটি ডেক্সামিথাসন এবং আট লাখ ৮০ হাজার আটশ’টি সিটিরাইজিন।
এছাড়াও রয়েছে তিনশ’ ৯৮টি, ভারতীয় শাড়ি ও ৬০টি থান কাপড়।
ওষুধের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকার বেশি এবং পোশাকের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকার বেশি বলে জানান মাসুদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫