গাজীপুর: ২০ দলীয় জোটের চলমান হরতাল অবরোধে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় জেলায় ৮জন বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী আটক হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত তাদের আটকের খবর নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম।
পুলিশের ভাষ্য, জেলার ৬টি থানার বিভিন্ন এলাকা থেকে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে, হরতাল অবরোধ চলাকালে সারা জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে। সকল রুটে গণপরিবহন ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫