যশোর: যশোরে বাসের ধাক্কায় স্কুলভ্যান উল্টে সাত শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের যশোর সদর উপজেলার সন্ন্যাসী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের মিজান হোসেনের মেয়ে কেয়া খাতুন (৫), কাইয়ুম আলীর মেয়ে দোলা (৬), আব্দুল আজিজের মেয়ে রিমি (৫), গৌরঙ্গের ছেলে অর্পণ (৫), আব্দুর জব্বারের ছেলে জিহাদ (৬), সতীন্দ্রনাথ দত্তের মেয়ে অনামিকা (৫) ও ওমর আলীর মেয়ে সানতা (৬)।
তারা সবাই সদর উপজেলার ফতেপুর আব্দুর রউফ প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর সদর উপজেলার চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমানুল্লাহ বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা সকালে স্কুলভ্যানে স্কুলে আসছিল। এসময় নড়াইল থেকে ছেড়ে আসা একটি বাস শিক্ষার্থী বহন করা স্কুলভ্যানকে ধাক্কা দেয়। এতে স্কুলভ্যানটি রাস্তার পাশে উল্টে গেলে শিক্ষার্থীরা আহত হয়।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫