খুলনা: জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৪ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনাপ্রাপ্তরা বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, জুডো ও কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৪ এ অংশ নিয়ে ওজন শ্রেণিতে কৃতিত্ব অর্জন করে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে ‘দি রিয়েল খুলনা’ সংগঠণের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
পদকপ্রাপ্তদের মধ্যে কনস্টেবল মো. আলমাস শরীফ জুডো ও বক্সিং এ প্রথম স্থান অধিকার করে স্বর্ণ এবং কারাতে দ্বিতীয় হয়ে রোপ্য ও কুস্তিতে তৃতীয় হয়ে ব্রোঞ্চ পদক লাভ করেন। এছাড়া কনস্টেবল মো. রফিকুল ইসলাম কুস্তিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ এবং জুডো ও বক্সিং এ তৃতীয় হয়ে তাম্য, কনস্টেবল রিগান বড়ুয়া জুডোতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ এবং বক্সিং এ তৃতীয় হয়ে তাম্য এবং কনস্টেবল তারিকুল ইসলাম বক্সিং এ দ্বিতীয় স্থান অধিকার করে রোপ্য পদক লাভ করেন।
অনুষ্ঠানে ‘দি রিয়েল খুলনা’ সংগঠণের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, সভাপতি কায়সুল আজাদ শাকিল, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, কোষাধ্যক্ষ জি.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নেহাল আহম্মেদ হিরা, প্রচার সম্পাদক গৌরাঙ্গ ধর, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রুবেল এবং কার্যনির্বাহী সদস্য ও সদর থানার সেকেন্ড অফিসার কাজী মোস্তাক আহম্মদ উপস্থিত ছিলেন।
পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ফুলের তোড়া ও নগদ অর্থ পুরস্কার দিয়ে সংবর্ধিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫