ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিজিটাল ওয়ার্ল্ডে প্যাভিলিয়ন ভাঙচুর

সৌদি গমনেচ্ছুদের নিবন্ধন চলবে মেলার পরেও

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সৌদি গমনেচ্ছুদের নিবন্ধন চলবে মেলার পরেও ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৌদি আরব যেতে আগ্রহীদের নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

ডিজিটাল ওয়ার্ল্ড শেষ হওয়ার পরও প্রতিটি জেলা কর্মসংস্থান কার্যালয়ে এ নিবন্ধন প্রক্রিয়া অব্যাহত থাকবে।



সোমবার (০৯ ফেব্রুয়ারি) থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ডে সৌদিসহ বিভিন্ন দেশে গমনেচ্ছুদের নাম নিবন্ধন শুরু করে সরকার। চলবে বৃহস্পতিবার পর্য্যন্ত।

একই সঙ্গে প্রতিটি জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় এবং প্রবাসী কল্যাণ ভবনে এই নিবন্ধন প্রক্রিয়া চালু আছে। দুইশ টাকার বিনিময়ে আগ্রহীরা নাম নিবন্ধন করতে পারবেন।

এদিকে ঢাকা সফর করছে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর এই শ্রম বাজার উন্মুক্ত হওয়ায় বেশ আনন্দিত সৌদি গমনেচ্ছুরা। এরই মধ্যে ভিড় করেছেন ডিজিটাল ওয়ার্ল্ডসহ অন্যান্য নিবন্ধন বুথগুলোতে।

তাদের সামলাতে হিমসিম খেতে হচ্ছে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের। এ নিয়ে মেলা প্রাঙ্গণের বুথে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এ পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদারের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। নিবন্ধন চলতে থাকবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল মেলার পরও এ নিবন্ধন চলবে।

অফিস চলাকালীন সৌদি আরবসহ বিশ্বের যে কোনো দেশে গমনের জন্য বিএমইটি’র অধীনস্থ সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়েও এ নিবন্ধন চলবে বলে জানায় মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণের প্যাভিলিয়ন ভাঙচুর, আটক ২

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।