ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
পাঁচ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

ঢাকা: টানা পাঁচ দিন বিরতি শেষে দশম সংসদের পঞ্চম অধিবেশনের ১৪তম কার্য দিবস শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

 
 
এর আগে বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাতে সংসদের বৈঠক মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
 
অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণের নোটিশ নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া রয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা।
 
দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় ২৯ জানুয়ারি। এরইমধ্যে দশম সংসদের ৪টি অধিবেশন শেষ হয়েছে। পঞ্চম এ অধিবেশন শুরু হয় ১৯ জানুয়ারি চলবে ৫ মার্চ পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।