ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বিশৃঙ্খলা থামাতে গিয়ে আহত সোনালী ব্যাংকের ডিজিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সিলেটে বিশৃঙ্খলা থামাতে গিয়ে আহত সোনালী ব্যাংকের ডিজিএম

সিলেট: ব্যাংকে বিশৃঙ্খলা থামাতে গিয়ে আহত হয়েছেন সোনালী ব্যাংক সিলেটের আম্বরখানা শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আইয়ূব আলী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংক সিলেট নগরীর আম্বরখানা শাখায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি গমনেচ্ছুক কয়েক হাজার মানুষ ফরম সংগ্রহ করতে সোনালী ব্যাংকের আম্বরখানা শাখায় ভিড় জমান। নিবন্ধন ফরম সংগ্রহ করতে আসা লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

ফরম আগে সংগ্রহ করা নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় কয়েকজন ফরম সংগ্রহকারী ডিজিএমর ওপর হামলা চালালে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডিজিএম আইয়ূব আলী বাংলানিউজকে জানান, বিশৃঙ্খলা থামাতে গেলে তার মাথায় আঘাত করে ফরম সংগ্রহকারীরা। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।