ঢাকা: সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের বেতন হবে ৮০০ রিয়াল। এছাড়াও থাকা-খাওয়া, চিকিৎসা সুবিধা বিনামূল্যে দেবে নিয়োগকারী কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি’২০১৫) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এবং সৌদি আরবে জনশক্তি আমদানিকারকদের একমাত্র সংগঠন সৌদি ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটি (সানারকম) এর মধ্যে এ চুক্তি সই হয়।
বায়রা সভাপতি মো. আবুল বাশার বাংলানিউজকে চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকদের ভিসা, যাতায়াত এবং লেভি খরচ নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে বলেও জানান তিনি।
পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে প্রায় দু’লাখ গৃহশ্রমিক ও ড্রাইভার সৌদিআরবে কাজ পাবেন বলে জানিয়েছে সৌদি রিক্রুটিং এজেন্সি- সানারকম।
সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন সৌদি আরবের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে জানান, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের বেতন হবে ১হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ রিয়াল।
তবে বায়রা সূত্র জানায়, দেন দরবার করে সৌদি প্রতিনিধিরা শেষ পর্যন্ত ৮০০ রিয়ালে সম্মত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫