ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের মিছিল, প্রভাষকসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সিরাজগঞ্জে ছাত্রশিবিরের মিছিল, প্রভাষকসহ আটক ৫

সিরাজগঞ্জ: ২০দলের ডাকা টানা অবরোধ ও হরতালের সর্মথনে সিরাজগঞ্জ শহরে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

নাশকতার অভিযোগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে সিরাজগঞ্জ দারুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।



সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চলমান হরতাল ও অবরোধের কারণে সিরাজগঞ্জ থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বেলা পৌনে ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

যানবাহন চলাচল না করায় অফিস আদালতে মানুষের উপস্থিতি কমে গেছে। প্রয়োজন ছাড়া মানুষ শহরে আসছেনা।

জেলার সড়ক মহাসড়ক এবং রেললাইন পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। ঝুঁকি কম থাকায় নৌকা পথে মালামাল পরিবহন এবং মানুষের যাতায়াত বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।