ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দাবিতে যশোরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দাবিতে যশোরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‘আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে  প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,  আগামী ৩০দিনের মধ্যে সমাবর্তনের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে ১০ মার্চ কলেজে কলেজ মানববন্ধন, গণস্বাক্ষর ও ক্লাস বর্জন করা হবে। ১৭ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যশোরের ইন্দ্রজিৎ রায়, জহির ইকবাল নান্নু, প্রসেনজিৎ ঠাকুর, মিন্টু ভদ্র, রাশেদ খান, স্বপ্না দেবনাথ, হাবিবুর রহমান, রাজু শিকদার, বিজন চৌধুরী, জাহিদ হাসান টনি, এসএম রাসেল, সজীব হোসেন, সানজিদা ইয়াসমিন অপি, প্রিতম বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, সুব্রত সেন, পরিতোষ দাস প্রমুখ।

শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়  সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা দুই হাজার ১৫৪টি। যার মধ্যে ৫৫৭টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়। এই কলেজগুলোতে ২১ লাখেরও বেশি শিক্ষার্থী ডিগ্রি/অনার্স/মাস্টার্স পর্যায়ে পড়াশুনা করে। ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেকটি ছাত্র-ছাত্রী মনে মনে সমাবর্তনের স্বপ্নজাল বুনতে থাকে। প্রত্যেক শিক্ষার্থী চায় সমাবর্তনের মত একটা মুহূর্তেও স্বাক্ষী হতে।

১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সমাবর্তন করতে পারেনি বা সমাবর্তন করার ব্যাপারে ইচ্ছাও প্রকাশ করেনি। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা একজন শিক্ষার্র্থী তার প্রাপ্য সম্মান স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে। সময়ের দাবি সমাবর্তন আয়োজন করা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।