মানিকগঞ্জ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানার প্রতিবাদ ও ইউএনও’র কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জের দৌলতপুরের ব্যবসায়ীরা।
এ সময় তারা দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আইরিন পারভীনের অপসারণ দাবি করেন।
মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন পারভিন রোববার বিকেলে দৌলতপুর বাজারে অভিযান চালিয়ে সরকারি জমির ওপর স্থাপিত ৫টি কামারশালার ছাপড়া দোকান উচ্ছেদ করেন।
একই সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির দায়ে দুইটি কনফেকশনারী ও একটি মুদি দোকানকে ছয় হাজার টাকা এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাখার কারণে একটি স’ মিলের মালিককে দুই হাজার টাকা জরিমানা করেন।
ওই সময় বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে মিছিল বের করে এর প্রতিবাদ জানান।
এব্যাপারে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নৈশপ্রহরী মফিজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বাংলানিউজেকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা ইউএনও কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে কার্যালয় ভাঙচুর ও কর্মচারী-কর্মকর্তাদের হত্যা চেষ্টার কথা উল্লেখ রয়েছে মামলার এজাহারে।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন পারভিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫