ঢাকা: বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে সৌদি আরব। পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে সৌদি শ্রম ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমেদ আল ফাহাইদ এ আশ্বাস দেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আধঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
বৈঠক শেষে সৌদি উপমন্ত্রী গণমাধ্যমে কোনো কথা বলেননি।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি উপমন্ত্রী অত্যন্ত সহজ উপায়ে বাংলাদেশি শ্রমিক নিয়োগের চেষ্টা অব্যহত রাখার প্রতিশ্রতি দিয়েছেন। বাংলাদেশি শ্রমিকরা দেশের মর্যাদা ও সুনাম রক্ষা করে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সৌদিতে বাংলাদেশি শ্রমিকদের অবস্থা দেখার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে সফরের আমন্ত্রণও জানান আল ফাহাইদ।
পররাষ্ট্র মন্ত্রী জানান, বাংলাদেশে সাধারণ শ্রমিক ছাড়াও বিপুল সংখ্যক চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, তথ্য প্রযুক্তিবিদ, ফার্মাসিস্ট, চার্টার্ড অ্যাকাউটেন্টসহ অসংখ্য দক্ষ ও বিশেষ শ্রেণীর জনবল রয়েছে। তারা শুধু দেশে নয় বরং ইউরোপ, উত্তর আমেরিকা, কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন।
তিনি বলেন, এসব দক্ষ শ্রমশক্তি সৌদি আরবের অর্থনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফ্রেবুয়ারি ১০, ২০১৫