ঢাকা: রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোড এলাকা থেকে ৪২৮ বোতল ফেন্সিডিলসহ রিপন বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। এ সময় একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২’র অপারেশন অফিসার মারুফ হাসান বাংলানউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি প্রাইভেটকারযোগে মাদক চালান করা হচ্ছে। পরে গ্রিন রোডের ৪ নম্বর বাসার সামনে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫