ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কলাবাগানে ৪২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
কলাবাগানে ৪২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোড এলাকা থেকে ৪২৮ বোতল ফেন্সিডিলসহ রিপন বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। এ সময় একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।



মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২’র অপারেশন অফিসার মারুফ হাসান বাংলানউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি প্রাইভেটকারযোগে মাদক চালান করা হচ্ছে। পরে গ্রিন রোডের ৪ নম্বর বাসার সামনে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।