বরিশাল: বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় ওষুধবাহী কাভার্ড ভ্যান খাদে পড়ে বিশ্বজিৎ বালা (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মো. গুলজার খান (৪৬) ও কাজী গোলাম মোস্তফা (৪৫) নামে আরো দু’জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-ভোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, কাভার্ড ভ্যানটি সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালকসহ ওই তিনজন আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা নেওয়ার পথে বিশ্বজিৎ বালার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫