ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার হচ্ছেন সৈয়দ আমিনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার হচ্ছেন সৈয়দ আমিনুল সৈয়দ আমিনুল ইসলাম

ঢাকা: সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার হচ্ছেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম।

এ বিষয়ে একটি প্রস্তাব সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আইন মন্ত্রণালয় যদি এ প্রস্তাব অনুমোদন করে তাহলে একটি আদেশ জারি করতে পারে।

সুপ্রিম কোর্টের বতর্মান রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলীকে সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব ছিলেন। ২ ফেব্রুয়ারি রেজিস্ট্রার পদে নিয়োগ পান তিনি।


বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।