ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসে ৪৫৭৭ বাংলাদেশি গ্রেফতার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
প্রবাসে ৪৫৭৭ বাংলাদেশি গ্রেফতার

জাতীয় সংসদ ভবন থেকে: বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করেছে সেসব দেশের আইন-শৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত মোট ৪ হাজার ৫৭৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।


 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে ফরহাদ হোসেনের এক প্রশ্নের জবাবে প্রাবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য সংসদে জানান।
 
মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী মালয়েশিয়ায় ২ হাজার ১৩১জন, সৌদি আরবে ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৫১ জন, কুয়েতে ৭৫ জন, বাহারাইনে ১৩ জন, ইরাকে ১২০ জন, দক্ষিণ কোরিয়ার ৫ জন, তুরস্কে ১৪ জন, লেবাননে ১০৪ জন, জাপানে ১৩ জন, মালদ্বীপে ৪০ জন, ওমানে ৫০১ জন, মিশরে ২০ জন, ইরানে ১৭ জন এবং বুলগেরিয়ায় ৬ জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন।

আটক এসব কর্মীদের আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে মুক্ত করে দেশে ফেরত আনা হচ্ছে। এছাড়া পাসপোর্ট জটিলতা সংক্রান্ত কর্মীদের আউট পাস প্রদানের মাধ্যমে দেশে ফেরত আনা হবে বলেও জানান মন্ত্রী।
 
এম এ আউয়ালের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭৬ সালের জানুয়ারি থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বের ১৬০টি দেশে ৯১ লাখ ৭১ হাজার ১৩৯ জন বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন।
 
তানভীর ইমামের অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত ২৬ লাখ ৪০ হাজার ৫৩৮ জন কর্মী সৌদি আরবে গেছেন। এরমধ্যে ২০১৪ সালে গেছেন ১০ হাজার ৬৫৭ জন। বিগত পাঁচ বছরে সৌদি আরব থেকে গড়ে ৩ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

** পাঁচ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।