ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ভারতীয় পণ্যসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সাভারে ভারতীয় পণ্যসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের বাইসমাইল এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও ওষুধসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।



আটক দুইজন হলেন-যশোর জেলার কোতয়ালি থানার রেলগেট এলাকার মৃত দবির শেখের ছেলে তারেক হোসেন মিন্টু (৩২) ও একই এলাকার মৃত এনামুল হকের ছেলে মো. হাবিবুর রহমান (৩৫)। তারা চোরাচালানের সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।  

সংবাদ সম্মেলনে র‌্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মো. শাহাবুদ্দিন আহম্মেদ জানান, সম্প্রতি ঢাকা- আরিচা  মহাসড়কের বাইসমাইল  এলাকায় অভিযান চালিয়ে এসব আমদানি নিষিদ্ধি পণ্য জব্ধ করা হয়।  

আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।