গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভুট্টাক্ষেত থেকে আশেক আলী (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের মধ্যহরিচণ্ডি পাতাইলের পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে আশেক আলী তার বাড়ি সংলগ্ন ভূট্টাক্ষেত পাহারা দিতে যান। সকালে ভুট্টাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পূর্ব শক্রতার জের ধরে আশেক আলীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫