ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাদশার মৃত্যুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বাদশার মৃত্যুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির শোক

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আবদুল মোমেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক শোক বাণীতে ড. এ. কে. আবদুল মোমেন বলেন, আমিনুল হক বাদশা বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন।

তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন সৎ ও নিষ্ঠাবান কর্মী। অত্যন্ত উঁচু মনের এই মানুষটির মৃত্যুতে দেশ একজন ভালো মানুষ হারালো।

তিনি আমিনুল হক বাদশার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।

যুক্তরাজ্যে বসবাসরত বাদশা সোমবার (০৯ ফেব্রুয়ারি) মারা যান। তিনি দীর্ঘদিন হৃদরোগের জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার এক ছেলে, মেয়ে ও স্ত্রী রয়েছে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বাদশা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ষাটের দশকের প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে পড়ার সময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। পাশাপাশি সাংবাদিকতাও করতেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।