ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আবদুল মোমেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক শোক বাণীতে ড. এ. কে. আবদুল মোমেন বলেন, আমিনুল হক বাদশা বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন।
তিনি আমিনুল হক বাদশার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।
যুক্তরাজ্যে বসবাসরত বাদশা সোমবার (০৯ ফেব্রুয়ারি) মারা যান। তিনি দীর্ঘদিন হৃদরোগের জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার এক ছেলে, মেয়ে ও স্ত্রী রয়েছে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বাদশা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ষাটের দশকের প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে পড়ার সময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। পাশাপাশি সাংবাদিকতাও করতেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫