জয়পুরহাট: জয়পুরহাট শহরের আরাফাত নগরে শ্বশুর বাড়িতে এসে স্ত্রী সেমি আক্তারকে (১৮)গলায় ওড়না পেঁচিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর পালিয়ে গেছেন স্বামী লিটন মিয়া।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সেমির বাবা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ৪ মাস আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বুধইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ট্রাক্টর চালক লিটন মিয়ার সঙ্গে বিয়ে হয় সেমি’র।
বিয়ের পর জামাই তার মেয়ের ওপর অত্যাচার শুরু করে এবং এক পর্যায়ে ভাত-কাপড় দেওয়া বন্ধ করে দেয়। এ ঘটনায় সেমির পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিলে জামাই লিটন মিয়া তা জানতে পেরে দুইদিন আগে শ্বশুর বাড়িতে আসেন।
দুপুর আড়াইটার দিকে সেমির মা ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচানো এবং মাথায় আঘাত করা অবস্থায় মেয়ের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশিরা থানায় খবর দেয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বাংলানিউজকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫