ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে খালেদার দল

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বিশ্বে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে খালেদার দল

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কমেছে, কিন্তু গত বছরের তুলনায় এবার রপ্তানি আয় বেড়েছে। সম্প্রতি অবরোধ-হরতালের নামে নাশকতা, জঙ্গি তৎপরতা সৃষ্টি করেও বিএনপি রপ্তানি ব্যাহত করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, নাশকতা, জঙ্গি তৎপরতা সৃষ্টি করে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে খালেদার দল।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ এর সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, মো. মামুনুর রশিদ কিরণ এবং হাজী মো. সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, এখনও প্রর্যন্ত তৈরি পোশাকের রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়নি। তবে যারা রপ্তানি করেন তাদের খরচ বেড়েছে। আশা করি সরবরাহ বাধাগ্রস্ত হবে না। ৩৩ দশমিক ২ বিলিয়ন আয় করা সম্ভব হবে।
 
তিনি বলেন, রপ্তানিকে কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেব না। সরকারের বর্তমান অর্থবছরের লক্ষ্যমাত্রা ২৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারবো। যা গত অর্থবছরে ছিলো ২৫ বিলিয়ন মার্কিন ডলার।
 
এর আগে মো. মামুনুর রশিদ কিরণের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের হরতাল, অবরোধ ও সহিংসতার মধ্যেও তৈরি পোশাকের কাঁচামাল সরবরাহ, উৎপাদন ও রপ্তানি সচল রয়েছে। তৈরি পোশাক পণ্য রপ্তানি ইতিবাচক। বর্তমানে তৈরি পোশাক সেক্টরে কোনো শ্রম অসন্তোষ নেই। সাম্প্রতিক সময়ের হরতাল-অবরোধের মধ্যেও বর্তমান অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) তৈরি রপ্তারি পূর্বের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ০ দশমিক ৭৭ ভাগ।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম শুল্ক প্রদানের দেশ বাংলাদেশ। বিশ্বে সব দেশকে কম শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ দিয়েছে। অধিকাংশ দেশ শুল্ক মুক্ত প্রবেশাধিকার দিলেও, যুক্তরাষ্ট্র দেয়নি। আমরা শত চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের মার্কেট এক্সেস (শুল্ক  সুবিধা) পাইনি।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা প্রাপ্তির বিষয়ে সব শর্ত পূরণ করা হলেও তারা তা দেয়নি। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা নেই। যদি যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা পুনরায় বহাল করে তাহলে বাংলাদেশেরও তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

** প্রবাসে ৪৫৭৭ বাংলাদেশি গ্রেফতার
** পাঁচ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।