ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে ২ ভাইয়ের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সারিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে ২ ভাইয়ের কারাদণ্ড ছবি: প্রতীকী

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে মাদক (হেরোইন) সেবনের দায়ে দুই সহোদরকে ৫ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল মাহমুদ এ সাজার আদেশ দেন।



আটকরা হলেন, ফুলবাড়ী ইউনিয়নের আমতলী দক্ষিণপাড়ার মৃত তোতা মন্ডলের দুই ছেলে বাবু (৩০) ও লাজু (১৮)।
   
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, সকালে হেরোইন সেবনকালে তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।