ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে না.গঞ্জে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে না.গঞ্জে গ্রেফতারি পরোয়ানা লতিফ সিদ্দিকী

নারায়ণগঞ্জ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অপসারিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চাঁদনী রূপম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।



গত বছরের ৯ ডিসেম্বরের মধ্যে লতিফ সিদ্দিকীকে আদালতে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে সমন জারি করেছিলেন আদালত। কিন্তু তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।  

গত বছরের ১২ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাজহারুল হক বাদী হয়ে একই আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীর সঙ্গে মতবিনিময় করেন লতিফ সিদ্দিকী। ওই মতবিনিময় সভায় তিনি মহানবী (সা.), হজ ও তাবলিগ জামায়াতের বিরুদ্ধে নানা কটূক্তি করেন।

মামলায় বলা হয়, তার ওই বক্তব্যে পৃথিবীর কোটি কোটি ইসলাম ধর্মের অনুসারীদের মতো বাদীরও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

একই অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা অর্ধশতাধিক ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তার ওই বক্তব্যের পর দেশে-বিদেশে সমালোচনা ও এসব মামলা-গ্রেফতারি পরোয়ানার কারণে দীর্ঘ দু’মাস দেশে ফেরেননি তিনি।

অবশেষে গত বছরের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফিরে ২৫ নভেম্বর নিজেই ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করেন তিনি। ওইদিনই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বিদেশে থাকা অবস্থায়ই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রিত্ব থেকে অপসারণ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় সরকার দলীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।