বগুড়া: ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণের দাবি প্রত্যখ্যান করার অভিযোগে বগুড়ায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছে সম্মিলিত সংগ্রাম পরিষদ।
এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়াসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুরও চালায় তারা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের শেরপুর রোড ঠনঠনিয়া এলাকায় অবস্থিত আইএইচটি ক্যাম্পাসে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় আইএইচটি এর প্রধান গেটসহ প্রায় সবক’টি কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা।
এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষের জানালা ও আসবাবপত্র ভাঙচুরও চালান।
খবর পেয়ে দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু ও সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
সম্মিলিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বগুড়া শাখার সভাপতি আইনুল হাসান জানান, ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণ করতে অধ্যক্ষকে তিন মাসের আল্টিমেটাম দেওয়া হয়। মঙ্গলবার বিষয়টির অগ্রগতি নিয়ে জানতে চাইলে ‘ধর্মীয় দিক থেকে সঠিক নয়’ দাবি করে এটা নির্মাণ সম্ভব নয় বলে জানিয়ে দেন।
‘এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ভাঙচুর করে’ বলেন তিনি।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়।
এছাড়া ১০ দফা দাবিতে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫