জাতীয় সংসদ ভবন থেকে: রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কোলনির পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর পর এ ধরনের দুর্ঘটনা মোকাবেলার উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ। এ বিভাগের প্রাপ্ত যন্ত্রপাতির তালিকা অনুযায়ী নতুন যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জিহাদের মৃত্যুতে আমরাও শোকাহত। এ ধরনের দুর্ঘটনা মোকাবেলায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রাপ্ত যন্ত্রপাতি তালিকা অনুযায়ী সংগ্রহ করা হচ্ছে।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, দুর্যোগ ঝুঁকিহ্রাসে আইভিআর পদ্ধতিতে সর্তকবার্তা প্রচার করা হচ্ছে। যে কোনো মোবাইল ফোনে ১০৯৪১ ডায়াল করে পরে ১ ডায়াল করলে সমুদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা, ২ ডায়াল করলে নদী বন্দরসমূহের জন্য সর্তকবার্তা, ৩ ডায়াল করলে দৈনন্দিন আবহাওয়া বার্তা, ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সর্তক সংকেত জানা যাবে।
তিনি আরও বলেন, এছাড়া এসএমএস পদ্ধতির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কাছে আগাম সতর্কবার্তা এবং দুর্যোগ পরবর্তী নির্দেশনা প্রেরণ করা যায়। এ লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। প্রত্যেক জেলা এবং উপজেলায় কর্মরত কর্মকর্তাগণের সঙ্গে নেটওয়ার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
** বিশ্বে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে খালেদার দল
** প্রবাসে ৪৫৭৭ বাংলাদেশি গ্রেফতার
** পাঁচ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু