গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ কনস্টেবল হত্যা মামলার আসামি আব্দুস ছাত্তারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল উপজেলার রামজীবন ইউনিয়নের রামভদ্রা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুস ছাত্তার চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির কর্মীরা সুন্দরগঞ্জ উপজেলা জুড়ে তাণ্ডব চালায়। এসময় তারা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫