ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সুন্দরগঞ্জে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ কনস্টেবল হত্যা মামলার আসামি আব্দুস ছাত্তারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল উপজেলার রামজীবন ইউনিয়নের রামভদ্রা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুস ছাত্তার রামভদ্রা গ্রামের বাসিন্দা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুস ছাত্তার চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির কর্মীরা সুন্দরগঞ্জ উপজেলা জুড়ে তাণ্ডব চালায়। এসময় তারা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।