ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যায় তরুণের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যায় তরুণের লাশ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নিখোঁজ হওয়ার দু’দিন পরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠলো অনিক (২৫) নামে এক তরুণের লাশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।



মৃত অনিক সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার ফালান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রোববার সকালে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় শীতলক্ষ্যা নদীতে অনিক, আলমগীর, মাছুম, দেলোয়ারসহ কয়েকজন বালুবাহী বাল্কহেড আটকে চাঁদাবাজি করছিল।

এ সময় ওই বাল্কহেডের লোকজন রড ও লাঠিসোটা নিয়ে তাদের মারধর করে। এক পর্যায়ে নদীতে লাফিয়ে পড়ে চাঁদাবাজরা। অন্যরা সাঁতরে তীরে উঠলেও অনিক তলিয়ে যায়।

তিনি বলেন, স্বজনরা তল্লাশি চালিয়েও তাকে পায়নি।   মঙ্গলবার বিকেলে নদীতে লাশ ভেসে উঠলে-এটা অনিক বলে শনাক্ত করেন তার স্বজনারা।

অনিকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এস আই নজরুল।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।