ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে প্রাউড টেক্সটাইলের শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে বিকেএমইএ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা।



শ্রমিকরা জানান, কারখানাটিতে গত কয়েকদিন ধরে বেতন ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে শনিবার ও রোববার কর্মবিরতি পালন করেন তারা। এরপর গত বুধবার কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

এর প্রতিবাদে বিকেএমইএ কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

কর্মসূচিতে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন গোলক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেএমইএ-এর সহ সভাপতি (অর্থ) চেয়ারম্যান জিএম ফারুক বলেন, শ্রমিকরা এখনও লিখিতভাবে কিছু জানায়নি। তবে শুনেছি-ইনক্রিমেন্ট নিয়ে কারখানায় ঝামেলা ছিল। সম্প্রতি ৫ শতাংশ হারে বেতন বাড়ানো হলেও দুইদিন কাজ বন্ধ রাখে শ্রমিকরা।

সবাইকে শ্রম আইন মেনে চলা  উচিৎ বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।