নাটোর: নাটোর শহরে স্থানীয় সরকার প্রকৌশলীর বাসভবনের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে কয়েক দুর্বৃত্ত এলজিইডি কার্যালয়ের ভেতরে নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বনিক ঘটনাস্থলে ছুটে আসেন। সেখান থেকে পুলিশ কাঁটা, পাথর, কৌটা ও টেপ উদ্ধার করে।
পরে বিকেলে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের আশপাশে জেলা শিক্ষা অফিস, নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত ভবন রয়েছে। সরকারি কর্মচারীদের ভয় দেখাতেই এ ঘটনা ঘটানো হতে পারে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫