জাতীয় সংসদ ভবন থেকে: টিআর, জিআর প্রকল্পে টাউট-বাটপারদের দৌরাত্ম্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমি দায়িত্ব নেওয়ার পর টাউট-বাটপার তো দূরের কথা ইঁদুরও আসতে পারে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য পঙ্কজ নাথের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পঙ্কজ নাথ মন্ত্রীর কাছে প্রশ্ন করেন, ভুয়া প্রতিষ্ঠান অস্তিত্বহীন প্রকল্প তৈরি করে টিআর-জিআর প্রকল্পের বরাদ্দ নেয়। ওই বরাদ্দ কমিশনের মাধ্যমে দালালরা বিক্রি করে থাকে। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না?
জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা যদি ঠিকমতো তদারকি করেন তাহলে টাউট-বাটপারদের দৌরাত্ম্য থাকে না। সবাই লক্ষ্য রাখলে টাউট-বাটপাররা সুযোগ পাবে না। তবে কারা এই ধরনের টাউট-বাটপারি করে যদি আপনারা (এমপিরা) জানান তাহলে আমরা দ্রুত ব্যবসস্থা নিতে পারি।
তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ে আমার কার্যালয়ের সামনে টাউট-বাটপার আসতে পারে না ঘুরাঘুরি করতে পারে না। টাউট-বাটপার কেন ইঁদুরও আসতে পারে না।
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, টিআর-কাবিখা প্রকল্পে চাল-গমের পরিবর্তে নগদ টাকা দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। এজন্য অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমারা গম-চাল নয়, সরাসরি নগদ টাকা দিতে চাই। আপতত ১ লাখ মেট্রিক টন চালের পরিবর্তে যদি টাকা পাওয়া যায় সেটা বেশি উপকার হয়। প্রধানমন্ত্রীর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ভিজিট করার সময় বিষয়টি উত্থাপন করা হয়। তখন থেকে বিষয়টি প্রধানমন্ত্রীও অবহিত হয়েছেন। আশা করি বিষয়টি অচিরেই সমাধান হবে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
** খালেদা শিশু হত্যা করেন
** নেপাল, ভুটান ও মালদ্বীপের মন্ত্রীরা সংসদে
** ফায়ার সর্ভিসে আরও নতুন যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে
** বিশ্বে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে খালেদার দল
** প্রবাসে ৪৫৭৭ বাংলাদেশি গ্রেফতার
** পাঁচ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু