ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ১০ লাখ টাকাসহ ২ মানবপাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
কক্সবাজারে ১০ লাখ টাকাসহ ২ মানবপাচারকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারে ৯ লাখ ৭৩ হাজার টাকাসহ মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ গ্রামের মৃত মোস্তাকের ছেলে মো. আলমগীর (৩৩) ও  কক্সবাজার পৌরসভার পূর্ব পাহাড়তলী এলাকা ইউসুলের ঘোনা গ্রামের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মো. ইদ্রিছ (৩২)।

ডিবি সূত্র জানায়, হুন্ডির টাকা নিয়ে আটকরা শহরের বাজারঘাটা থেকে রামু যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসটার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের বহনকারী অটোরিকশা থামিয়ে তল্লাশি করে নগদ ৯ লাখ ৩৭ হাজার টাকা পাওয়া যায়।

সূত্র আরো জানায়, আটকরা জানিয়েছে এ টাকা অবৈধভাবে মালয়েশিয়ায় পৌঁছানো ৫ যুবকের টাকা। তাদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

কক্সবাজার জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।