ডিজিটাল ওয়াল্ড, বিআইসিসি থেকে: সৌদি গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য বিনামূল্যে ফরম বিতরণে নিয়োজিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আর এ সুযোগ কাজে লাগিয়ে প্রতি ফরমে ২০ থেকে ২০০ টাকা হাতিয়ে নিয়ে মেলার ভেতরে ও বাইরে বিক্রি করছে একটি ‘অসাধু চক্র’।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ডিজিটাল ওয়াল্ড ২০১৫-এর দ্বিতীয়দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্যাভিলিয়নের আশপাশ ঘুরে এ চিত্র দেখা যায়।
মেলার ভেতরে বিভিন্ন প্রদর্শনী কেন্দ্রের পাশে দাঁড়িয়ে এ ফরম বিক্রি বাংলানিউজের চোখে পড়ে। একই সঙ্গে প্রদর্শনী কেন্দ্রের বাইরেও বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিনামূল্যের ওই ফরম বিক্রি করতে দেখা গেছে।
‘অসাধু চক্রে’র সদস্যরা জটলা করে করে দুই-একজনের ফরম পূরণ করে দিচ্ছেন, যারা আশপাশে জড়ো হচ্ছেন তাদের কাছে ফরমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বিভিন্ন দামে তা বিক্রিও করছেন।
ফরমের বিনিময়ে বিভিন্ন জনের কাছ থেকে ২০, ৫০, ১০০ বা ২০০ টাকা নিতে দেখা যায়।
চাঁদপুর থেকে আসা হান্নান নামের এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি সৌদি আরব যেতে চান। তাই ডিজিটাল ওয়ার্ল্ডে মন্ত্রণালয়ের বুথে নাম নিবন্ধন করতে এসেছেন।
বাংলানউজকে তিনি বলেন, ভোরে এখানে এসেছি। দুপুর পর্যন্ত ফরম না পেয়ে ‘দালাল’র কাছ থেকে ৩০ টাকার বিনিময়ে তা কিনেছি।
ঢাকার মুগদা থেকে আসা রফিক বলেন, সকাল থেকে লাইনে ছিলাম। অর্ধেক লাইন শেষ হতে না হতে তিনবার বিতরণ বন্ধ করেছে কর্তপক্ষ। সর্বশেষ একেবারে প্যাভিলিয়নও বন্ধ করে দেওয়া হয়।
‘তাই বাধ্য হয়ে ১০০ টাকায় ফরম কিনতে হয়েছে। এখন এই ফরম পূরণের জন্য লাইনেও দাঁড়িয়েছি’—বলেন তিনি।
এদিকে দিনের শুরুতেই ডিজিটাল ওয়ার্ল্ডে আসতে শুরু করেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে বিভিন্ন শ্র্রেণি-পেশার দর্শনার্থী। এরমধ্যে রয়েছেন সৌদি গমনেচ্ছুরাও।
সব মিলিয়ে অতিরিক্ত দর্শনার্থীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিআইসিসি প্রাঙ্গণ।
এক পর্যায়ে সুনির্দিষ্ট প্যাভিলিয়নের বাইরেও ফরম বিতরণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। এরপরও বেশ বেগ পোহাতে হয়েছে তাদের।
সবশেষে ফরম বিতরণ বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে নিবন্ধনে আগ্রহীরা ক্ষুদ্ধ হয়ে বুথে ভাঙচুরও চালান।
এদিকে সন্ধ্যা পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন বন্ধ রয়েছে।
সেখানে টানানো এক নোটিশে বলা হয়, বছরব্যাপী এই নিবন্ধন কার্যক্রম চলবে।
এছাড়া নিবন্ধনের জন্য প্রবাসী কল্যাণ ভবনে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে ওই নোটিশে।
এর আগে বিনামূল্যে বিতরণের জন্য নিবন্ধন ফরম কারো কাছ থেকে টাকায় না কেনার জন্য মাইকে ঘোষণা দেয় কর্তপক্ষ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
** সৌদি গমনেচ্ছুদের নিবন্ধন চলবে মেলার পরেও
প্রবাসী কল্যাণের প্যাভিলিয়ন ভাঙচুর, আটক ২