ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শাহআলীতে ৩০ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
শাহআলীতে ৩০ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শাহআলীতে অভিযান চালিয়ে ৩০ রাউন্ড শর্টগানের গুলিসহ হাসান আলী (২০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শাহআলী থানাধীন উত্তর বিশিল এলাকা থেকে ওই যুবককে আটক করে র‌্যাব-২।



বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ আহম্মেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহআলী থানাধীন উত্তর বিশিল এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে আটক করা হয়। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী।

অভিযানের সময় তার সঙ্গে আরো কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছিলেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আটক হাসান আলীর হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন রাজধানীর মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর, কারওয়ান বাজার এবং র্ফামগেট এলাকায় অস্ত্র ও গোলাবারুদের ব্যবসা করছিলেন।

হাসান আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি নরসিংদীর শিবপুরের দত্তগাঁ গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।