রংপুর: হরতাল-অবরোধের নামে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় দগ্ধ রংপুরের তিন জনকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন তিনজনের প্রত্যেকের হাতে এক লাখ টাকার করে চেক তুলে দেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ।
এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহবুব উল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সালাম, আওয়ামী লীগের জেলা কমিটির দফতর সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমিক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুলসহ হাসপাতালে চিকিৎসকরা। আর্থিক অনুদান প্রাপ্তরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার বকুল প্রমাণিক, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীর স্বপন মিয়া ও বদরগঞ্জ উপজেলার কছির পাড়ার আসাদুল হক।
এদিকে, ব্যাংকার্স ক্লাব রংপুরের পক্ষ থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন পেট্রোল বোমায় দগ্ধদের ২০ জনকে দেড় লাখ টাকা এবং ৫০টি কম্বল দেওয়া হয়।
এসময় ব্যাংকার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহা ব্যবস্থাপক খুরশিদ আলম, ব্যাংকার্স ক্লাবের কর্মকর্তা জোবায়দুল করিম, আতোয়ার রহমান, ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫