ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সহিংতার প্রতিবাদ জানালো শিশুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সহিংতার প্রতিবাদ জানালো শিশুরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদ জানিয়েছে শিশুরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর রিকাবি বাজার এলাকায় এ এক মানববন্ধনে এ প্রতিবাদ জানায় তারা।

বাংলাদেশ শিশু একাডেমি সিলেট শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।  

শিশুদের পাশাপাশি মানববন্ধনে পাঠশালা, চারুবাক, মুক্তাক্ষরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে অংশ নেন।

এসময় বক্তব্য দেন- প্রত্যাশা চৌধুরী শ্যামা, লাবিশাহ তানবি, রেদওয়ান জাবির, জিৎ, জহিতা, ঋতুশ্রী, শর্মা, ঐশী শান্ত দে, সাজু ইসলাম রাইসা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।