ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অনলাইনে জানুন পাসপোর্ট ভেরিফিকেশন তথ্য

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
অনলাইনে জানুন পাসপোর্ট ভেরিফিকেশন তথ্য ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিজিটাল ওয়ার্ল্ড, বিআইসিসি থেকে: অনলাইনে ইমিগ্রেশন অধিদপ্তরের ওয়েবসাইটে পুলিশ ভেরিফিকেশনের সর্বশেষ তথ্য দিচ্ছে বাংলাদেশ পুলিশ। তাই এখন থেকে ঘরে বসেই পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস জানা যাবে।



মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ডে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, immi.gov.bdওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট আবেদনকারী তার এনরোলমেন্ট আইডি নম্বর  এবং জন্ম তারিখের তথ্য দিয়ে তদন্ত কর্মকর্তার নাম, মোবাইল নম্বর, যোগাযোগের ঠিকানাসহ সব প্রয়োজনীয় তথ্য পাবেন।

পাশাপাশি ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে সহজেই গাড়ির নম্বর, মালিকের নাম, চেসিস নম্বর, রুট পারমিটসহ সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে।
 
স্টলটিতে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অ্যাপস, সিটি সার্ভায়ালেন্স সিস্টেম, অটোমেটেড ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম, বডি অর্ন ক্যামেরা, ডিজিটাল ডকুমেন্ট এনালাইসিস সেন্টার প্রযুক্তির কথা তুলে ধরা হচ্ছে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজন করেছে। সোমবার  শুরু হওয়া এ  মেলা শেষ হবে বুধবার।
 
দেশের ১২০টি বেসরকারি প্রতিষ্ঠান এবং ১০০টি সরকারি সংস্থার অংশগ্রহণে বসেছে বিশ্ব-প্রযুক্তির এ মিলন মেলা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।