জাতীয় সংসদ ভবন থেকে: বিএনএফ প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ বলেছেন, বিএনপি-জামায়াতের সহিংসতায় ইতোমধ্যে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আরও কতজনের প্রাণহানি ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ আহ্বান জানান বিএনএফ প্রেসিডেন্ট। এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আবুল কালাম আজাদ বলেন, যেভাবে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, মানুষের ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই ক্ষোভের আগুন কোন দিকে যাবে তা বলা মুশকিল। এরমধ্যে আবার কতিপয় বুদ্ধিজীবী সংলাপের কথা বলছেন। যারা মানুষ পুড়িয়ে হত্য করে, তাদের সঙ্গে কি গণতান্ত্রিক সরকারের সংলাপ হতে পারে?
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র তলে তলে বাইরের শক্তির হস্তক্ষেপের ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে। এ ব্যাপারে সরকারকে সর্তক থাকতে হবে।
এদিকে সরকার দলীয় সদস্য মুঞ্জুরুল ইসলাম লিটন বলেছেন, একজন মানুষকে মারা হলে খুনির ফাঁসি হতে পারে, কিন্তু যাদের হুকুমে শত শত মানুষ মারা যাচ্ছে তাদের কেন ধরা হচ্ছে না। গ্রেফতার করা হচ্ছে না। এসব ঘটনার হুকুমদাতা খালেদা জিয়ার বিচার চাই।
এ সময় হাজী মো. সেলিম ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পোড়া রোগীদের সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বার্ন ইউনিটের রোগীদের দ্রুত সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫