ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পটুয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাড়ে ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের বৈঠকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুদকের অনুসন্ধানে সংসদ সদস্য মাহবুবের বিরুদ্ধে মোট ৫ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের বৈধ কোনো উৎসের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে- যা তিনি তার সম্পদ বিবরণীতে সম্পূর্ণভাবে গোপন করেছেন। অর্থাৎ তার কাছে মোট ৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে ২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটওয়ারী এ সংসদ সদস্যের বিষয়ে তদন্ত করেছেন। আদালতে তিনি চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫