ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম বুথের টাকা লুটকারী চক্রের চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের যুগ্মকমিশনার (গোয়েন্দা পুলিশ) মনিরুল ইসলাম এ তথ্য জানান।
আটকরা হলেন- আল আমিন ইসলাম মানিক ওরফে রবিন (২৭), মো. আব্দুল্লাহ (২৮), মো. হাছান (২৭) ও মো. ইয়াছিন (২৭)।
মহানগর পুলিশের যুগ্মকমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে তেজগাঁওয়ের সোনারগাঁও ক্রসিং সংলগ্ন সুমনা-গণি ট্রেড সেন্টারের নিচতলায় ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা লোড করা হয়।
এ সময় সাতজন অস্ত্রধারী চাপাতি ও ছুরি দিয়ে ব্যাংকের টাকা পরিবহনকারী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের জিম্মি করে ৯২ লাখ আট হাজার পাঁচশ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
মহানগর পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি) আশিকুর রহমান ও সহকারী কমিশনার (এসি) বাকীবিল্লাহর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
মনিরুল ইসলাম বলেন, আটকরা পেশাদার ডাকাত। তারা সংঘবদ্ধভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। আগ্নেয়াস্ত্র ব্যবহার না করলেও ধারালো অস্ত্র ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অনেকদিন ধরে ডাকাতি করে আসছে এই ডাকাত চক্র।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি বিভিন্ন মহাসড়কে পণ্যবাহী ট্রাক ডাকাতির কথা স্বীকার করেছে আটকরা। ডাকাতির ঘটনায় বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
আটকদের বাইরেও এই চক্রের আরো চার সদস্য রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ডাকাতির সঙ্গে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫