লালমনিরহাট: ভারতে কিশোর সংশোধনাগারে ১০ মাস আটক থাকার পর ৩ বাংলাদেশি কিশোরকে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
ফেরত আসা কিশোররা হলো, নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (১৫), একই গ্রামের দেবু ইসলামের ছেলে রুবেল ইসলাম (১৪) ও সুবাস চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস (১৫)।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা (এসআই) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৪ সালের প্রথম দিকে ওই এলাকার সীমান্ত দিয়ে ভারতের হলদিবাড়ি গ্রামে বেড়াতে গেলে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে ভারতীয় আদালত তাদের জলপাইগুড়ি জেলা কিশোর সংশোধনাগারে পাঠায়। সেখানে ১০ মাস আটক থাকার পর বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে মঙ্গলবার তাদের হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫