ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আতাউর রহমানকে (২৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানা উপপরির্দশক (এসআই) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যাত্রাবাড়ীর মেট্রো সিএনজি সংলগ্ন রাস্তায় বিআরটিসির যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় গুলিবিদ্ধ অবস্থায় আতাউর রহমানকে আটক করা হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫