বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর পণ্যগার থেকে আমদানি পণ্য লোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (৪০) নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বন্দরের ৪২ নম্বর শেডে ট্রাকে তুলা তুলে বাধার একপর্যায়ে উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫