সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডের অদূরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ-হরতাল সমর্থকরা। এতে তিনযাত্রী দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- সাভার পৌর এলাকার নামাগেণ্ডা এলাকার মো. ইসমাঈল হোসেন (৪০) এবং ফরিদপুরের হাশেম মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা ফরিদপুরের আলফাডাঙ্গামুখী জাকির পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধ-হরতাল সমর্থকরা।
এসময় তিনযাত্রী দগ্ধ হন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫