কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের সজল মিয়া (২৫) এবং অপরজন একই উপজেলার মাধবদীর মনির মিয়া (২২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে একটি বাস ভৈরবের পীরের মাজারে আসে এবং সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে রাতে ভৈরবের স্টেডিয়াম এলাকায় যাত্রী বিহীনভাবে দাড়ানো ছিল। ওই দুই যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছ তুলে দেয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকরা কোনো দলের তা এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫