ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধই হচ্ছে না!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধই হচ্ছে না! ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধই হচ্ছে না বলে মন্তব্য করেছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, এমপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘পার্বতীপুরে আদিবাসী নির্যাতন: সরেজমিন প্রতিবেদন’-এর ওপর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসীদের ওপর আক্রমণকারী জহিরুলের ছেলে সোহাগ নিহত হওয়ার পর পুলিশ ১৯ জনকে গ্রেফতার করে। এরপর জহিরুলের লোকজন সাঁওতাল পল্লীতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর চালায়।

হামলাকারীরা সাঁওতাল পল্লীর আটটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গ্রামের সবক’টি টিউবওয়েল তুলে নিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে গ্রামের ৫৫টি বাড়ির দেওয়াল, চাল, বেড়া ও আসবাবপত্র তছনছ করে দেয়। এ সময় তারা ধান, চাল, গরু, ছাগলসহ সব কিছু লুট করে নিয়ে যায়।

হামলাকারীদের ভয়ে গ্রামের পুরুষরা পালিয়ে গেলেও নারীদের ওপর বেধড়ক মারধর করে তারা। ৭২ বছরের বৃদ্ধা আদিবাসী আশুনতা টুডু, রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী দিপালী টুডু ও তার ৫২ বছরের বৃদ্ধা মাকেও রড ও লাঠি দিয়ে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন- আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস-এর টেকনোক্র্যাট সদস্য প্রফেসর মেসবাহ কামাল।

এ সময় তিনি লিখিত বক্তব্যে সাতটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এলাকায় শান্তিময় পরিবেশ নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলোর বাড়িঘর নির্মাণ করে তাদের পুনর্বাসিত করা, আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের আইনি সহায়তা দেওয়া।

জমি মালিকানার আদি দলিলপত্র খতিয়ে দেখা, সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সমস্যার সমাধানের লক্ষ্যে নতুন ভূমি আইন প্রণয়ন করা এবং সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করা।

স্কুল পর্যায় থেকে পাঠ্যক্রমে (কারিক্যুলামে) জমি ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা অন্তর্ভুক্ত করা। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আদিবাসী অধিকার আইন প্রণয়ন এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে একটি পৃথক ডিভিশন সংযুক্ত করে সমতলে আদিবাসীদের তার অধীনে নিয়ে আসা।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, নাজমুল হক প্রধান, এমপি, মনোরঞ্জন শীল গোপাল, এমপি, জান্নাত-ই-ফেরদৌসী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।