ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ভয়াবহ আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
চান্দিনায় ভয়াবহ আগুন, ৩০ দোকান পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে।  

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাজারের চৌধুরী মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে।

রাত পৌনে বারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে জানাযায়, চান্দিনা বাজারের জনতা ব্যাংক সংলগ্ন বামুন চৌধুরী টিনসেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে মার্কেটের সবক’টি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস, দাউদকান্দি, কুমিল্লা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে চৌধুরী টিন সেড মার্কেট ভস্মীভূত হয়ে পার্শ্ববতী দোতলা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
 
চান্দিনা ফায়ার সার্ভিটের স্টেশন মাস্টার ইয়াছিন প্রধানীয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সরু প্রবেশমুখের কারণে ঘটনাস্থলে গাড়ি প্রবেশ করতে পারছে না। তাই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এখনও (রাত পৌনে ১২টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি তাই পুড়ে যাওয়া মোট দোকানের সংখ্যা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ২০-৩০টি দোকানের কম হবে না। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করাও সম্ভব হচ্ছে না।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।