লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ২ নম্বর ব্রিজ এলাকায় পুলিশ সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ৩ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিন পুলিশ সদস্য।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পাশ্ববর্তী চাটখিলের বাসিন্দা মো. শাহিদ (২৪) ইমাম হোসেন (২৫) ও মো. সোহেল (২৪)। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাতে ওই সড়কে পুলিশ টহল দিচ্ছিলো। হঠাৎ পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। আহত হন পুলিশের তিন সদস্য। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপগান ও চারটি তাজা গুলি উদ্ধার করা।
গুলিবিদ্ধ সন্ত্রাসীরা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নিহত জিসান বাহিনীর সদস্য বলে ধারণা করেন ওসি।
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫