আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): বৃহস্পতিবার রাতে নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় দুর্ঘটনা কবলিত কালনী এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
কালনী ট্রেনের এটেন্ডেন্ট মুন্না বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত বগিটিসহ পেছনের আরো একটি বগি রেখে ট্রেনের বাকি অংশ নরসিংদীর উদ্দেশে ছেড়ে যায়।
উল্লেখ্য, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত সোয়া ৮ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী কালনী এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
এতে মেইন লাইন বন্ধ হয়ে পড়লে ঢাকার সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫