রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার চৌবাড়িয়া বাজারে একটি মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানটির এক লাখ টাকা টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বিভাগের সদস্যরা জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা দমকল বিভাগের টিম লিডার মতিউর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তারা আগুন নেভাতে যান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ৩০ মিনিট চেষ্টা করে দমকল বিভাগের কর্মীরা আগুন নেভান।
আগুনে ওই দোকানের প্রায় এক লাখ টাকার যন্ত্রাংশ নষ্ট হয়েছে। এক লাখ ৫০ হাজার টাকার যন্ত্রাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫