ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কানাডিয়ান হাইকমিশনের রিকশা র‌্যালি

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
কানাডিয়ান হাইকমিশনের রিকশা র‌্যালি ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু ক্যান্সার ও এসিড দগ্ধদের সহায়তায় তৃতীয়বারের মতো রিকশা র‌্যালি করেছেন কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তারা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর বারিধারায় কানাডিয়ান হাইকমিশনের সামনে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।



কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যরা র‌্যালিতে উপস্থিত ছিলেন।

হাইকমিশনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি মার্কিন দূতাবাস পর্যন্ত প্রদক্ষিণ করেন।

র‌্যালির সমন্বয়কারী কানাডিয়ান রিক্রিয়েশন ক্লাবের চার্জ লিসালি বলেন, রিকশা র‌্যালি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সর করে থাকে। স্পন্সর থেকে প্রাপ্ত অর্থ শিশু ক্যান্সার ও এসিড দগ্ধদের সহায়তায় ব্যয় করা হয়। প্রতি দলে চারজন করে র‌্যালিতে মোট ২৪টি দল অংশ নেয়।

এর আগে ২০১২ ও ২০১৩ সালের নভেম্বরে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের নভেম্বরে এ র‌্যালির আয়োজন করা সম্ভব না হওয়ায় তা পিছিয়ে এ বছরের ফেব্রুয়ারিতে করার সিদ্ধান্ত হয়। তবে দিনটি কাকতালীয়ভাবে বাংলাদেশের বসন্তের দিনের সঙ্গে মিলে গেছে বলেও জানান লিসালি।  

র‌্যালিতে বর্ণিল সাজে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশের নাগরিকদের দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।